একটাই পাকা চুল
- আরিফুল হক দ্বীপ

যেদিন তোমাকে কনে দেখতে যাই,
নীল শাড়ির আঁচল মাথায় টেনে
কি সলজ্জ চাহনিতে তুমি
দেখালে তোমায়,-অপরুপা।
সবাই দেখলো,পছন্দ হলো মেয়ে।

বিয়ের কিছুদিন আগে,
একবার দেখা হলো তোমার আমার,
কিছু কথা শেষে-
ওড়না সরিয়ে দিয়ে মাথার দেখালে
চুল,বললে,'এইযে আমার কলঙ্ক
এতো চুলের ভিড়ে
একটাই পাকা চুল।
বিয়ের পর যদি
চোখে পড়ে হঠাৎ বলবে তখন প্রতারক,
কি করে বলো তোমায় ঠকাই?'

সেদিনের সেই সুন্দর সততায় মুগ্ধ
আমি,আজো রোজ এই জীবন সায়াহ্নে
এসে তোমার ঘোমটা নামিয়ে দেখি-
পাকা চুল,
নতুন করে কয়টা পেকেছে,গুনে যাই,
আর নিত্য তোমাকে ভালোবাসার
------নেশা আমার প্রবল বেড়ে যায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।