বড় কবি ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমি খুব বড় কবি ...
প্রচুর মেডেল আছে !
আমার কবিতা সবচেয়ে ভালো -
ওদের কবিতা বাজে ;

আমি লিখি চিন্তা করে ...
আমায় কিছু বোলো না !
বিখ্যাত আমি , কবিতা লিখিয়ে
খারাপটা নিতে পারি না !

কেউ যদি কোনো কবিতা দেয়
আমূল বদলে দিই …
তার লেখার পিণ্ডি চটকে ,
নিজের ভাবটা দিই …

তোমরা কি জানো আমাকে এখন
সবাই খালি ডরায় ;
এত বিখ্যাত একজন কবি !
কেই বা চটাতে চায় ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।