প্রিয়ো গ্রহণ করো মোরে
- রুহুল আমীন রৌদ্র

আমি এসেছি। এসেছি ওগো প্রিয়ো,
তোমার দ্বারে,
তুমি দ্বার খুলে,
চক্ষু মেলে,
গ্রহণ করো মোরে।
সুদীঘল কুন্তলে,
এলো পবন দোলে দোলে,
চকোরিণীর মত নিশীথ প্রহরে,
তৃষিত তুমি,যে জোছনার তরে,
আমি এসেছি ওগো প্রিয়ো,
সে জোছনা লয়ে,
তোমারি দ্বারে,
তুমি দ্বার খুলে,
চক্ষু মেলে,
গ্রহণ করো মোরে।
পড়ন্ত বিকেলে,
জানালার গ্রিল ধরে,
সীমাহীন আবেগে ভরে,
হস্তটি নেড়ে,
ডাকতে তুমি যারে,
বুঝি নি কিছু তখন,
মগ্ন ছিল মন,
অন্য আবেশের ঘোরে।
আজি সেই ভ্রমর দাঁড়িয়ে আছে,
তোমার রুদ্ধ দ্বারে,
তুমি দ্বার খুলে,
চক্ষু মেলে,
গ্রহণ করো মোরে।
"""""""০ """"'"


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।