তোমার ভালবাসার তরে
- রুহুল আমীন রৌদ্র

তোমার ভালবাসার তরে,
কতোবারই দেবদাস হয়েছি,
তেরশত রজনী,
বিনিদ্র কাটিয়েছি,
কণ্টকময় দুর্গম অরণ্য পদে দলে,
ক্ষতবিক্ষত হৃদে,
তবুও মিশেছি তোমারি সনে।
অজস্র অপমানে ঝলসে ঝলসে,
হয়েছি ঝলসানো রুটি,
বুভূক্ষু বিরহীদের গ্রাস।
ঘৃণার বজ্রাঘাতে,
থেঁতলে গেছি,
লোকের অকথ্য বিষাক্ত তিরস্কারে,
ঝাঁঝরা হয়েছি,
উন্মাদ বৈরাগী সেঁজে,
হারিয়েছি সর্বস্ব,
হয়েছি সর্বংসহা মৃত্তিকা।
তোমার শশী বদন হেরি,
নির্বিঘ্নে সহে যাই,
অজস্র অপবাদ, লাঞ্চনা, গঞ্জনা,
লোকের ছুঁড়ে দেওয়া বিষাক্ত ধিক্কার।
তোমার নয়ন হেরি,
ভুলে যাই,অজস্র তিক্ত যাতনার রজনী।
ওহে স্বজনী,
আমি আজি বিজয়ী বীর,
সর্বস্বান্ত হয়েও,তোমায় বক্ষে লয়ে,
কোন এক নির্জন গ্রহে,
বেধেঁছি ভালবাসার নীড়।
------০--------
২৩/১০/২০১৪ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।