যদি জমে প্রেম তোমার মনে
- রুহুল আমীন রৌদ্র
যদি জমে প্রেম তোমার মনে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
যদি জমে প্রেম তোমার মনে,
বিন্দু বিন্দু আমার এ প্রেম,
হয়ে সিন্ধুসম তোমার মনে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
যদি জমে প্রেম তোমার মনে,
ক্ষুদ্র ক্ষুদ্র ধূলি কণায় অদ্রিসম,
কাদম্বিনীর কালো কেশের মত,
নীল গগনে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
যদি জমে প্রেম তোমার মনে,
শুভ্র নীহার কণায় হিমালয়ের মত।
নির্ঝর ধারায় তোমার প্রেম,
যদি বহে মোর মনোসিন্ধু পানে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
যদি জমে প্রেম তোমার মনে,
শ্যাওলার মত, দিঘির ধারে,
কুহেলিকার মত, শীতার্ত নিশীথে,
বিহঙ্গের মত, সাঁঝের ক্ষণে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
যদি জমে প্রেম তোমার মনে,
বসন্ত ভরা ক্ষণে,
ডালে ডালে ফুলে ফুলে,
মোহনার ফেনার মত,
মৌচাকের মধুর মত,
মধুকুঞ্জবনে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
যদি জমে প্রেম তোমার মনে,
ঘোর নিশীথে প্রদীপ জ্বালা,
জোনাকির মত,
কাঁটাবনের ঘন ঘাসের মত,
ঘণীভূত বনফুলের,
স্নিগ্ধ পরিমলের মত,
মৃদু মলয়ে ভেসে এসে,
যদি দোলা দিয়ে যায়,
এ মনে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
যদি জমে প্রেম তোমার মনে,
নিশীথ জাগ্রত অক্ষিতে,
তন্দ্রার মত,
অবহেলায় পরে থাকা তানপুরাটায়,
ঘন ধূলির মত,
যদি ফুটে ফুল,
তোমার মনেরো বাগানে আনমনে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
যদি জমে প্রেম তোমার মনে,
অশেষ সিন্ধু ভরা,
সীমাহীন স্বপ্নেরর মত।
ধরিয়া রাখিও মোরে,
তোমার বাহুডোরে,
অনন্তকাল ভরে।
চাহিয়া থাকিও তৃষিত হিয়া ভরে,
মম হৃদগগনো পানে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
""""'""''''''যবণিকা""""'''"'
রচনাকালঃ০৩/০৮/১৪ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।