তোমার জন্য
- আরিফুল হক দ্বীপ
জ্বরযে কমে না,
ডাক্তার এসে ঔষধ দিলো,
তাও কমলো না।
বেড়েই চলেছে তাপ শরীর
কাঁপিয়ে ক্রমাগত-
মাথায় জলপট্টি,কবিরাজও
ধরা হলো,কেউ পারে নি
একটিবারের জন্য
কমাতে জ্বর।
তুমি এলে,
ভালোবেসে
ঠোঁট রাখলে অধরে-
সমস্ত শরীর জুড়ে
আমার ঘামের
স্রোত গেলো বয়ে,
আমি উঠে বসলাম,
তিন দিন পর
আজ এতো ভালো লাগছে।
খেতে পারছি একটু আধটু।
১৩/৮/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।