শরতের সাদামন
- রুহুল আমীন রৌদ্র

ওহে শরৎ,
কেন তুমি এতো,
সাদার বাহার নিয়ে আসো?
নীল গগনে সাদা মেঘ,
আর মৃত্তিকায় সাদা কাশঁফুল,
প্রকৃতির মাঝে,
ক্ষীণ সাদা কুয়াশা।
শরতের গগনে ,
সাদা সাদা মেঘের সনে,
খেলা করে উন্মাদ নদীর,
টলমলে স্বচ্ছ সাদা জল।
শুভ্র মেঘের রাজ্যে,
নির্বিঘ্নে উড়ে চলে,
সাদা কপোত কপোতী,
আর সাদা বলাকার দল।
উন্মাদ এ শরতে ,
পরতে পরতে,
হেরি শুধুই সাদার মেলা।
রজনীর গগনে,
সাদা মেঘের সনে,
হেরি স্বচ্ছ সাদা চাঁদের খেলা।
ধরিত্রীর সব কালো অন্ধকার,
ঘুচে যাক এ শরতে।
চূূ্র্ণ হোক মানুষের,
কালো মন,
কালো কর্ম,
কালো চিন্তা সকল।
এমনি সাদামাটা শরৎ,
লেগে থাকুক আজীবন,
মানুষের মনে,
মানুষের কর্মের মাঝে।
মানবের জীবনেও লেগে থাকুক,
শরতের এ শুভ্রতার চিরায়াত আভাস,
হয়ে ওঠুক,
সকলেরই শুভ্র জীবন,
শুভ্র ভূবন,
আর সাদামাটা মন,
তবেই সার্থক হবে,
শরতের এ সাদা আয়োজন।
রচনাকালঃ৩০/০৯/১৪ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।