একটু ঠাঁই বন্ধু তোমাদের মাঝে
- রুহুল আমীন রৌদ্র

হে বন্ধুগণ,
কি আর লিখবো,
কি কথা বলবো তোমাদের সাথে,
মহাকাব্যের অমর বাণী,
আসেনা'ক মোর মাথে।
কিযে বিষম কষ্ট বক্ষে চেপে,
হাসি মুখে চলে ফিরি সর্বক্ষণ,
কেউ বুঝেনা আর কেউ খুঁজেনা।
সংসারে অসীম অনটন,
বাল্যকালেই পিতৃবিয়োগ,
কর্মক্ষম বড় ভাইও নেই,
মা বিনে কেহ নেই, দিতে এক মুঠো সুখ।
ছোট ভাই ছোট বোন,
সংসারে নেই, তেল নুন,
আপনজন আঘাত দিয়ে,
সুখগুলো করিলো খুন।
তবুও বড় কষ্টে,
খেয়ে না পরে করেছি, দু কলম লেখাপড়া,
তবুও হতে পারিনি আজও ধন্য,
অসহায় মায়ের মুখে,
আজও দিতে পারিনি,
দু মুঠো সুখের অন্ন।
ঘুরে গ্রাম হতে গ্রামান্তর,
কর্মের সন্ধানে,
আজি হয়েছি দেশান্তর।
মহাকাব্যের ভাষা,
আসেনা'ক মোর মাথায়,
যতটুকু আসে তাহাই লিখি,
জীর্ণ শীর্ণ খাতায়।
হে বন্ধুগণ,
তোমরা হয়ত মহামানব,মহাকবি,
আমারে একটু ঠাঁই দাও,
তোমাদের মাঝে,
তোমাদের পথে,
তোমাদের সাথে,
দাও একটু ভালবাসা,
দাও একটু বাচিঁবার প্রত্যাশা।
কিযে বিষম কষ্ট বুকে,
সত্যিই তাহা,
বলিতে পারিনে মুখে।
কবি নই,বন্ধু হিসেবেই,
থাকিতে চাহি তোমাদের মাঝে,
আমাকে একটু মনে করিও,
প্রভাত কিংবা সাঁঝে।
হে বন্ধুগণ,
আমাকে তুলে নাও,
তোমাদের নায়,
ভালবাসায় নাহি হয়,
অপবাদে সিক্ত করো আমায়।
আমি বাঁচিয়া থাকিতে চাহি,
সত্য ন্যায়ের কাজে,
ওহে বন্ধু গণ,
আমাকে একটু ঠাঁই দাও,
তোমাদের সকলেই মাঝে।
রচনাকালঃ১২/১০/১৪ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।