গোলাম
- রুহুল আমীন রৌদ্র
হে প্রভূ,
আমাকে না হয় ঝাড়ুদার বানিও,
তোমার মহামহিমামন্ডিত
কাবা গৃহের।
আমি কাবা'র ধূলোয়
গড়াগড়ি খাবো,
কাবা'র ধূলি
গায়ে মাখিবো।
কাবা'কে বক্ষে জড়িয়ে,
নিদ্রা যাবো,
ফের চুম্বন করে,
জাগ্রত হবো।
এ অধমের মৃত লাশটি,
কাবা'র ডাস্টবিনে,
একটু স্থান দিও।
হে প্রভূ,
তোমার খাস কাবা'র,
খাস গোলাম,
করে নাও মোরে।
হে প্রভূ,
না হয় মদীনায়,
রাসূলের রওযা মোবারকের,
ধূলি মুছিবার
চাকর বানাও।
আমি রাসূলের,
রওযা মোবারক
জড়িয়ে নিদ্রা যাবো,
ফের পদ চুম্বন করে
জাগ্রত হবো।
আমাকে ইসলামের,
খাস গোলাম বানিয়ে দাও।
সে ই তো এ অধমের
পরম পাওয়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।