নরকেই মোর পরম সুখ
- রুহুল আমীন রৌদ্র
হে প্রভূ, বসুদার যত,
রোগ শোক জরা জীর্ণতা,
অভাব অনটন কষ্ট বিরহ,
অপমান বদনাম অভিশাপ,
সবই আমাকে দাও,
আমি নত শিরে মেনে নিবো।
শুধু ধরিত্রীর সকল মানুষকে
শান্তুি দাও,
সুখ দাও,
সমৃদ্ধি দাও।
ক্ষুধার তাড়নায়,কেহ নাহি যেন,
দ্বারে দ্বারে ভিক্ষ্ মাগে,
পদাঘাত যেন নাহি খায়।
রোগ শোক জীর্ণতায়,
অসীম কষ্ট সহে,
কেহ যেন অকালে নাহি মরে।
দুখের যাতনা,
সইতে নাহি পেরে,
কেহ যেন নাহি কাদেঁ।
অপমান বদনামে,
কাহারো বদন খানি যেন,
মলিন নাহি হয়।
হে প্রভূ,
যত পাপ তাপ,
দ্বন্দ্ব হিংসার অনল,
মম বক্ষে জ্বালিয়ে দাও।
যেন ধরিত্রীর কেহ,
হিংসার বশে,অর্থের মোহে,
কাহারো অনিষ্ট নাহি করে।
আমাকে না হয় রেখে দাও,
সপ্তদোযখে ভরে,
কিন্তু সকল দোযখই রেখো,
শুধুই মম তরে।
ধরিত্রীর সকলেই যেন,
বেহেশতে যায়।
তাহার বিনিময়ে আমাকে জ্বলাও,
আমাকে পুড়াও,
অনন্তকাল।
আমি চাহিনা জান্নাতের পরম সুখ!
ধরিত্রীর সকলেই সুখী হলে,
নরকেই মোর পরম সুখ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।