শোকে স্তব্ধ ক্যাম্পাস
- আরিফুল হক দ্বীপ

মাসুম ভাই?মাসুম ভাই?...
শতবার চেষ্টা করেও আজ কেউ তার
ভাঙ্গাতে পারবে না ঘুম।
বহুদূর,বহুদূর তিনি চলে গেছেন কাঁদিয়ে,
তাঁর সেই চিরচেনা হাসি
লুকিয়ে পড়লো
হঠাৎ অন্তরীক্ষের শূন্যতায়।।
|
দেখবো না তাঁকে আর সিবিএমসিবিতে,
মাঠের বুকে সবুজ ঘাসে হেঁটে যেতে নিবিড়ে,
দেখবো না তাঁকে আর কখনো
স্ট্যথু ঝুলানো গলায় ওয়ার্ডে ওয়ার্ডে...
কখনো দেখা হবে না মিতভাষী,
সেই ভদ্র মানুষটিকে-
আর কোন আড্ডায়,চা স্টলে,
বইয়ের দোকানে।
চলে গেছেন অস্তপারে পাষাণ মৃত্যুর
কাছে মেনে হার-
শোকে স্তব্ধ তাই আমাদের ক্যাম্পাস আজ।
|
১২/৮/২০১৫
(ডা.মাসুম ভাই,আমাদের মেডিকেলের বড় ভাই।গত ২৮ জুলাই রোড একসিডেন্টে মারাত্নকভাবে আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে
চিকিৎসাধীন ছিলেন।গত রাত ৭:৩০ মিনিটে তিনি পৃথিবীর মায়া ত্যাগ
করে চলে গেছেন পরপারে।তাঁর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করি,
তাঁকে উৎসর্গ করা কবিতাটি...)।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।