নির্ঝরিণীর জল
- রুহুল আমীন রৌদ্র

কলকল ছলছল,
নামে পাহাড়িয়া ঢল,
সিক্ত করে সমতল,
বহে নির্ঝরিণীর জল।
এ কোন ছন্দে, নেমে আসো আনন্দে,
বহে চলো সানন্দে।
রবির কিরণে,
অপরূপ বরণে,
করো টলমল,
নির্ঝরিণীর জল।
পাহাড়িয়া গা বেয়ে,
ছলছল আসো ধেয়ে,
তটনীর স্রোতে মিশে, করো টলমল,
নির্ঝরিণীর জল।
দূর হতে হেরি,
আহা মরি মরি,
কিযে অপূর্ব ছবি,
হই উম্মাদ কবি,
যেন কুমারী অদ্রীর শিরে,
শুভ্র কুন্তল,
নির্ঝরিণীর জল।
এ কি প্রকৃতির রূপের বন্যা ?
নাকি অদ্রীর কষ্ট কান্না ?
কণ্ঠে যেন বহে মোর,
অনন্ত কলকল,
নির্ঝরিণীর জল।
ওহে জল কোথা যাও, লয়ে যাও মোরে,
অচল অসাড় হিয়া, প্রাণবন্ত করে,
কাটিয়ে দাও সব, জীর্ণতার ছল,
নির্ঝরিণীর জল।

------০------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।