রাত ঘনিয়ে এল কি !
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
আজ তুমি চলে এলে
দীর্ঘ পথ হেঁটে হেঁটে,
চরণ যুগল তোমার ক্লান্ত
চাহিয়াছ মর্ত্যে উদভ্রান্ত
এর মতন-
শেষে তারপর ঢলে পড়েছ|
এই তুমি কি দেখিয়াছ
যেথা রত্ন সম্ভারে যায়,
অবিশ্রান্ত রজনী-
এ অবিশ্রান্ত সন্ধানী
তুমি কি গিয়াছ ?
যেথা রাতের শীতল পরশে
চক্ষু বন্ধ হয় না ধ্যানীর,
তুমি হায় এ তুমি-
চলিয়াছ অজস্র প্রলাপে
দিক চিহ্নহীন আঁধারের পথে
।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।