চলো না সখি
- আরিফুল হক দ্বীপ

তুমি যার ঘরেরই হও না বধূ
ছিলেতো একদিন আমারই শুধু।
সখি,এখনো ভালোবাসি,
এখনো
চায় মন দেখি তোমার হাসি।
তাইতো বাজায় বাঁশরী
নদীর ঘাটে বসে
তোমায় ডাকি বারেবারে
দেখি সোনার মুখ আমার পাশে।
বলো তুমি,ডেকো না আর
আমিতো নই এখন তোমার।
ওরাযে ভালো নয়,
যদি দেখে ফেলে,তোমার জন্য
বড় হয় ভয়।'
ভয় হয়?তবে চলো না সখি
ডাকি মাঝি,চলে যাই অজানাপুরে-
বাঁধি ঘর,স্বপ্ন সাজাই
----তোমার সোনার হাতটি ধরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।