শেফালী বল্
- আরিফুল হক দ্বীপ

ও শেফালী,
পরঘরে গিয়ে ভুলে গেলি?
আমিও তোকে চাইতাম,
খুব করে ভালোবাসতাম।
তোর হাত ছুঁয়ে
হেঁটে বেড়াতাম মেঠোপথে।
গান শুনাতাম,বাঁশি বাজাতাম,
মাথা পেতে তোর বুকে
গল্প করতাম।
তোর হাসিতেই প্রাণ খুলে
হাসতাম,
তোর কান্নাতেই চোখ ভেঙ্গে
কাঁদতাম।
তোর কারণেই ছেড়েছি ঘর
ভিটেমাটির মায়া-
তোর মাঝেতেই খুঁজেছি
সুখের শীতল ছায়া।
হলো না পাওয়া-
তাই বলে কি
চিনতেও পারবি না একটু তুই?
বল্ না তুই,ও শেফালী?
সত্যি কি তুই আমায় ভুলে গেলি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।