সূরা কাউছার (অনুবাদ কাব্য)
- রুহুল আমীন রৌদ্র

শুরু করিলাম,
পরম করুনাময় নামে আল্লার,
অসীম অপার মহিমা যাঁহার।
ওহে পাড়ের কান্ডারী, রাসূল দয়াময়,
বিচারদিনে কাওছারের মালিক নিঃসঙ্কোচ নিশ্চয়।
পালনকর্তা মহান স্রষ্টা, করিলেন তাহা দান,
তাহার তরে নামায, কোরবানি করিলেন বিধান।
চির অভয় দিয়ে সর্বজ্ঞানী, করিলেন ইশারা,
আপনার শত্রু যাঁহারা,
লেজকাঁটা আর নির্বংশ তাঁহারা।
-----------০----------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।