দাদু ও খোকন
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা

দাদুর এবার ধরেছে অসুখ
দেখতে পারে না চোখে,
পড়তে আমি শিখেছি ভাই
ঔষধ দেই মুখে।

ঔষধ খেয়ে দাদু বলে
চশমাটা ভাই দাও,
দেখি তোমায় প্রাণটা ভরে
কত দোয়া চাও?

দোয়া আমি চাইগো দাদু
ততো বড় হতে,
নীল আকাশটা যত বড়
চাঁদের কাছে যেতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।