পাখির গাঁয়ে
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা
যে গাঁয়েতে তোমার বাড়ি
পাখপাখালিদের মেলা,
সে বাড়িতে ডেকো আমায়
ভাসাবো খুশির ভেলা।
পাখির গানে হবে সকাল
ভাঙ্গবে ঘুম আমার,
সারি বেঁধে উড়বে তারা
হাসবে নদীর পাড়।
সন্ধ্যা এলে ছুটবে নীড়ে
ফেলে রূপোলি ঝিল,
তাদের পাখায় দেখবো আমি
সুখের আকাশ নীল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।