খুকী ও পাখি
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা

ডালিম গাছে পাখি এলো
সূর্য মামা কোথায় গেলো?
খুঁজে পেয়েছে শান্তির নীড়
সন্ধ্যা নামেযে ধীর।

ডালিম খাবে ছোট্ট পাখি
কাঁদবে সকাল ছোট্ট খুকী,
বলবে পাখি তাড়িয়ো না আমায়
বন্ধু আমি করবো তোমায়।

হাসবে খুকী,কাঁদবে না আর
পাখির গান শুনবে আবার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।