যাচ্ছি হাটে
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা
যাচ্ছি হাটে,
নৌকো ঘাটে
ময়নার বাড়ি,
খেজুর হাঁড়ি।
মাযে খাবে,
কত দিবে?
আছে বেহালা
কালকে মেলা।
কোনখানেতে?
মধুর হাটে।
কালকে যাবো,
মজা করবো,
মাও যাবে
নাইয়র যাবে,
নানা এসেছে
নিতে এসেছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।