ঝড়ের রাতে
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা

ঝড়ের রাতে নেইতো পড়া
আম কুড়ানোর ধুম,
কাঁচা আম,পাকা আম
নেই যেন আর ঘুম।

আম্মু করে আমায় বারণ
যাসনে সোনা খোকন,
ঝড়ের সাথে দৈত্য আছে
নেবে দূর ওই বন।

বলি তারে নেইকো ভয়
সাহস আছে আমার,
ভয় পেলে মা করবো কী জয়
মানবে ছেলের হার?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।