আমার মা
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা

আমার মায়ের হাতের চুড়ি
সবার থেকে বাজে,
তার মুখেরই হাসি দেখে
বাবা যায় না কাজে।

রাতে আমায় ঘুমটি পাড়ায়
বুলিয়ে মাথায় হাত,
সকাল হলে স্নানটি করায়
দেয়যে খেতে ভাত।

স্কুলে যখন যাইগো আমি
এগিয়ে দেয় মা পথ,
উদাস মেয়ে দাঁড়িয়ে থাকে
নড়ে না নাকের নথ।

ফিরে এলে বুকে লয়ে
গালে কত চুমা,
মাগো আমার খেলার সাথী
খেলতে নেই মানা।

বাবা এলে হয়গো বধূ
আমি দুষ্টু ছেলে,
কানমলাটি খেলাম কত
পাকা কথা বলে।

তবু আমি সবার থেকে
বাসি ভালো তারে,
তার মুখটি দেখে আমার
এই মনযে ভরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।