এই নদীতে ভেসে
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা

এই নদীতে ভেসে
আশ্বিন মাসের শেষে,
গিয়েছিলাম শান্তিরতলী
নানার বাড়ীর দেশে।

নাইয়র যায় মায়
আমিও সাথে তার,
উদাস হইতো মা
আসে নি বাজান আমার।

বুঝি না এতো কিছু
তুলি শাপলা ফুল,
মায়ের হাতে দিতেই
সাজালো খোঁপার চুল।

দেখলাম মুখে হাসি
সন্ধ্যা আসে ফিরে,
চাঁদ উঠলো এবার
নৌকো ঘাটে ভীড়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।