যাবো মেঘের কাছে
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা
সূর্য কোথায় ডুব মেরেছে
ওই গাঁওটার পিছে,
সেথায় গেলে দেখবো আমি
বিরাট দিঘি আছে।
সেই দিঘিতে পরীরা সব
হাঁসের মতো ভাসে,
তাইতো তারা সুন্দর কত
ফুলের মতো হাসে।
তুমি যদি মা নামতে পারো
সেই দিঘিরও জলে,
তুমিও তখন হবে পরী
মিশবে তাদের দলে।
তখন আমি তোমার ডানায়
ঘুরবো সারা আকাশ,
যাবো ওই মেঘের কাছে
মাখবো গায়ে বাতাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।