দুষ্টু খোকার হলদে পরী
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা

এই মেয়েটা কোথায় চলে
নিবো তার পিছু
বুকটা সটান দাঁড়াবো আমি
দেবে আমায় কিছু?

কি পেতে চাও?
ডালিম ফুলের মৌ?
এতো ছোট্ট তুমি
একটু বড় হও।

শুনবো না বারণ,শুনবো না বারণ
হলদে পরী যায়,
আসছি আমি এলোকেশী
এই দেখো আমায়।

পরদিন আমি যাইনি স্কুলে,
বকেছিলো মায় কাল বিকেলে।
ওইযে হলদে পরী,
এখন কপালে হাত পড়ি।
জেগেছে রাত্রি শিয়রে আমার,
পুড়ছে ছেলে জ্বরেযে তার।
আমি শুধু চাই ক্ষমা চাই,
হলদে পরীর অশ্রু না ফুরায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।