আমার এমনো ক্ষণ আসবে কবে
- রুহুল আমীন রৌদ্র

আমার এমনো ক্ষণ আসবে কবে,
ব্যস্ততাকে ছুটি দিয়ে, কষ্টগুলো নির্বাসনে,
প্রিয়ার কোমল হস্ত ধরে,
পাড়ি দিবো প্রেম ভূবণে।
থাকবে না'ক পিছুটান,
বিষণ্ণ বিরহী গান,
রুমাঞ্চগুলো আঁকড়ে রবে,
স্বপ্নগুলো সঙ্গী হবে।
দূর্বাঘাসে আঁচল বুনে,
বসবো দুজন প্রেম কাননে,
চলবে কথা কানে কানে,
আসবে প্রেম গানে গানে,
উড়বে ভ্রমর মধু ক্ষণে,
বিহগ মত্ত কলরবে,
আমার এমনো ক্ষণ আসবে কবে ?
হয়ত কোন নির্জন দ্বীপে,
দিবস পেরিয়ে যামিনী এলে,
বিনিদ্র আঁখিতে তন্দ্রা এলে,
উষ্ণ বুকের পরশ মেলে ,
প্রিয়া মোর পড়বে ঢলে।
ঊষার তপন উঠবে জেগে,
ভালবাসার অনুরাগে,
ফোটবে ফুল প্রেমো বাগে,
অনন্ত সৌরভে,
আমার এমনো ক্ষণ আসবে কবে ?
প্রেমের অমৃত রসে,
স্নান করবো মনহরষে,
অনাবিল প্রেমের ছোঁয়ায়,
ভরবে ভূবণ মায়ায় মায়ায়,
মাতিয়ে দিয়ে বিশ্বটাকে,
নাচবো দু'জন প্রেমো শাঁখে।
দলে সকল বিষাদ ব্যথা,
প্রহসনের নিরবতা,
উম্মাদ বিহগ কইবে কথা,
প্রেমের কলরবে,
আমার এমনো ক্ষণ আসবে কবে ?
-----০-----


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।