শাসন
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা

দিন চলে যায়,দিন চলে যায়
কম্পিউটারে খেলে গেম,
মা যখন ধমকে যায়,
ভুলে যাই মাই নেম।

বাবা কভু রাঙ্গায় না চোখ
মায়ের কাছে বকা,
কবেগো বা শুনেছিলাম
তার মুখেতে খোকা?

মায়ের কথা চড়া হলে
ছেলে মন্দ হয়,
এই শাসনে আমি যেন
পাইযে বড় ভয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।