আমার দেশে
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা

আমার দেশে হাওড় পাড়ে
কত্ত পাখির মেলা,
সেই দেশেতে সূর্য ডোবে
জমে বৌছি খেলা।

নদীর পাশে বাড়ী আছে
অদূরে তার হাট,
ঘুড়ি উড়ায় বন্ধুরা মোর
নৌকোয় ভরা ঘাট।

আমার দেশে হাসবে তুমি
শাপলা শালুক ছুঁয়ে,
বর্ষায় সেথা টিনের চালে-
শুনবে বৃষ্টি শুয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।