তারার ফুলের বাটে
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা
ওই আকাশে তারার মেলা
খুকু ভাবে ফুল,
মাকে বলে দাও না পেড়ে
সাদা সাদা ফুল।
হেসে মা বললো তারে
পাবো তারে কোথায়?
বড় হলে পারবে জানতে
কোনখানে তার ঠাঁই?
এই পৃথিবীর চেয়েও তারা
কত্ত বড় বড়,
হাজার বছর উড়লেও তুমি
ধরতে নাই পারো।
ভাবতে ভাবতে খুকু ঘুমায়
স্বপ্ন দেখে খাটে,
উড়তে উড়তে যাচ্ছে মেয়ে
তারার ফুলের বাটে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।