মায়ের আছে দোয়া
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা

দুধ ভাত খাই না ততো
গরু গাভী নাই,
মায়ের হাতের ডালেই ভালো
ডালভাত খাই।

খাইয়ে মা বলে খোকন
এবার স্কুলে যা,
বড় হয়ে মানুষ হবি
জুড়াবে মায়ের গা।

ধান কাটতে দেয় না এখন
মা বাবাকে বুঝায়,
তাদের ছেলে নাম কামিয়েছে
সেরা লেখাপড়ায়।

বাবা যখন ঘুমিয়ে পড়ে
মা আসে মোর পাশে
চিড়ে কলা খাইতে দেয়
থাকে কাছে বসে।

একদিন আমি হবো বড়
মায়ের আছে দোয়া,
ডাক্তার হবো,হবো পাইলট
খ্যাতি বিশ্বজোড়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।