ভয় ভাঙ্গা
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা
বনের ধারে হুতোম ডাকে
হু-তুম-তুম-তুম!
খোকন সোনার ভয় লাগে
ডাকছে নাকি ভূত-হুম?
আকাশের গায় উঠলো চাঁদ
সোনা বর্ণের মেয়ে,
দেখে খোকন ভয় হারালো
উঠে গান গেয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।