একটু আলো দাও
- আরিফুল হক দ্বীপ - শিশুতোষ কবিতা

আলো আলো আলো ভাই,
একটু আলো দাও,
এই আলোটা মুঠোয় পুরে
রাঙ্গাবো আমার গাঁও।

হিজল,সাদা শাপলার গাঁয়ে
আঁধার যেথা আছে ছেয়ে,
ঘরে ঘরে সেই আলোটা
পৌঁছে দিয়ে করি ভালোটা
একটু আলো দাও।

প্রাণে প্রাণে ছড়িয়ে সুর
কেটে ফেলি সব রাতের ঘোর।
ব্যথা ভুলে হাসির বনে
থাকুক সবাই সুন্দর মনে।
একটু আলো দাও।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।