চিন্তায় পড়েছে কবি
- হোসাইন মুহম্মদ কবির - প্রতিভা ২৯-০৩-২০২৪

গভীর চিন্তায় পড়েছে কবি জানেনা উঠবে ফুটে কবে স্বপ্ন রবি। সময় বড় নিজ গতিময় কাউ কে সে করে না ভয় আপন মনে যাচ্ছে বয়ে দিনে দিনে জীবন আয়ু পড়ছে ক্ষয়ে। কবির যে ইচ্ছে খুব, বাংলায় ঘুরে গ্রামের আকা বাকা মেঠো পথদোরে দেখবে প্রকৃতির মায়া ঝড়া রুপ। কিন্তু সময় কোথায় এক পাহার দায়িত্ব মাথায় ব্যস্ত জীবনের প্রয়োজনে ক্ষণেক পেতে সুখ। ছিলাম কোথায় কে পাঠাল এ ভুবনে কবি ভাবছে নীরবে একা আনমনে, পাপ কর্মের হবে সাজা পূর্ণের পাবো উপহার লিপ্ত অপকর্মে তবু একথা শুনে বিবেক আজও রয়েছে ঘুমে । মন যে আজ নেই ভালো নেই চিন্তায় পড়েছে কবি দেখা বোধহয় আর হবেনা প্রিয়ার চাঁদমুখ কাজল আখি মিষ্টি হাসি মেঘবরণ কেশ, এই বুঝি জীবন প্রদীপ নিভু নিভু বেলা বুঝি শেষ। ০২/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।