কুঁড়ে ঘর
- হোসাইন মুহম্মদ কবির - স্বপ্নসুখের সারথি ২৩-০৪-২০২৪

পল্লিগ্রামে আমার বাস ভিটার পাশে সোনার ফসল করছি চাষ। কতইনা কষ্ট করে সহ্য রোদ বৃষ্টি গায়ে মেখে তবু রঙ্গিন স্বপ্ন জাল চোখে সন্ধ্যা প্রদীপ জ্বেলে আশার দুয়ার খুলে নবান্নের উৎসবে নতুন সুতিবস্ত্র পড়ে কুটুম্ব আসবে আমার কুঁড়েঘরে। বাবা মা আর ভাই বোন মিলেমিলে ভালোবেসে দুঃখেসুখে রই পাশে ঘরটা আমার ছোট তবে সুখের সীমা নাই, চৈত্রে জমি ফাটা গরমে দখিনা বাতাস পাই। আমি চাষাবাদ করি চাষার ছেলে তাই হয়েছি চাষি, পোলাও মাংস চাইনা আমি পান্তা পিয়াজ লংকা দারুণ ভালোবাসি। শহরে ঐ বহুতল ভবন চাই না আমি জীবনের নেই নিরাপত্যা ধ্বসে পরার ভয়, ভূমিকম্পে করিনা চিন্তা যেখানে কুঁড়েঘর আমার রয়। মাটি মাখা মানুষ নিত্য মাটিনিয়ে খেলা মাটিহবে চির সাথী শেষ বিদায় বেলা ০৫/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।