এসো না বন্ধু কাছে
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

এসো না কাছে ও বন্ধু
তোমার বিদায় হায়রে,
সহিতে পারিবনা
কোন মতে|

কাছে এসে যদি যাও দূর
প্রীতি লাগাইয়া যদি ঐ যায় দূর,
এ তরে গাহ্ ও সখি
ক্রন্দনে অমৃত মাখি|
যদি না পাই
কিবা ভুলিব তোমা যদি না পাই,
হারানো গীতের বরষ নামিছে
বন্ধনে ভ্রান্তি যদিও ছাড়িছে-
তবু সময় হয় বিদায়ের
গীতের শেষে ল ও ওগো চির বিদায়ের
এ পুষ্পখানি |


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।