বিবর্ণ তুমি
- তানজির উদ্দিন
বেদবাক্যসম অস্থির হ ওয়া অঘটনের পিপাসু
আমার হলিতে মত্ত দাদুরীর ঠিকানায় এবার
পুঞ্জিত হয়ে উঠেছে তোমার আলাপ আনাগোনা
আর
তোমার পায়ের স্পর্শে যে মরুভূমিতে জয়গানে
দূর্বারা আসে আগমনের নূতন ভাবাবেগে আজ
কোথাও তবু তোমার স্পর্শ নেই যা অসম্ভব ।
কেরানী হিসেবের খাতায় ভুল করে
চোর জোচ্চোর চুরি করে চলে মনে
সিঁধ কাটে তোমার ভাবলেশের পথে
দেখে তারপরেও মনে হয় যেন ওরা
জীবন চিনেছে তপ্ত মরুর বুকে
থেকে
মরুর বুক দেখে শিখেছে চিহ্ণহীন
তোমার পড়ন্ত বিকেলের ঔদার্য ভাসে
যে হীন মনের কোঠরে ,
তা আর কখনো দেখেনি কেউ একমাত্র আমি ছাড়া
বাক্য আর অস্থির প্রলাপ হয়তো দেখে না তোমায়
মরুর ধুলিতে তপ্ত বাতাসে দাদুরীর ডাকে আজ
তোমার পুঞ্জিত ভাবাবেশ আর বিবর্ণ প্রেমের আনাগোনা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।