ফ্রেমে বাঁধা প্রিয়মুখ
- আরিফুল হক দ্বীপ
এই ফ্রেমে বাঁধাই করা যে নিষ্পলক
ছবিটা দেখতে পাচ্ছো
সেটা আমার স্বামীর ফটোগ্রাফ।
তবে এইযে বিলিয়ে দিচ্ছো নিজের ফুল
সবাই নিতে পারে গন্ধ তোমার।
সে এখন মৃত,নক্ষত্রের মতো আকাশে
গৃহহারা হয়ে যেদিন অন্ন তালাশে
এ শহরে,
দালালের চক্র ছিনিয়ে নিলো আমায়
মাথা থেকে পা-
সকল নারীখাদকের জন্য উন্মুক্ত করে
দিলো,শুধু কেড়ে নিতে পারলো না
সেই মানুষটাকে,যার ভালোবাসার আলিঙ্গন,
নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রেমের স্মৃতি
হৃদয়ে জমা,
বুকের মধ্যে তখনো ঘুমোনো
তার ফটোগ্রাফ-
এখনো
তাকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসি,
তোমরাতো কেউ কিছু নও আমার।
১৫/৮/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।