ফুলটা দেবার কেউ নেই
- আরিফুল হক দ্বীপ
এই ফুলটা দেবার কেউ নেই আমার
যে ছিলো এক বৃষ্টিঝরা রাতে
মেহেদী রাঙ্গা হাতে
লাল বেনারসী পরে
চলে গেলো দূরে
আমায় নিঃস্ব করে।
এই ফুলটা এখন নিষিদ্ধঘরের
এক মেয়েকে দিতেই
হাসিমুখে সে বুকের ভাঁজে লুকিয়ে
নিলো সহসা
আর নগ্ন বুকের পশমে আমার
হাত বুলাতে বুলাতে মুখের কাছে
ঝুঁকে গিয়ে জানতে চায়
মিহি গলায়,'ছ্যাঁকা খাইছো মনে অয়??'
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।