কল্পনা...
- সৌম্যকান্তি চক্রবর্তী
কল্পনা ..
এটা কোন গল্প না !
জীবনের এক বাস্তব ইতিহাস ;
আমার তখন অল্প বয়স -
করেছি ডিগ্রী পাশ !
তোমার ভাইকে পড়াতাম আমি ..
যেতাম তোমার ঘরে -
তোমাকে যখন দেখলাম ,
স্পর্শ হল কোমল করে ..
রসাতলে গেল সকল পৃথিবী ,
মনে শুধু থাকো তুমি নিরবধি ;
শয়নে স্বপনে জাগরণে ..
শুধু তোমারই মূর্তি দেখি !
মনে ভাবলাম , ভেবে দেখলাম ;
এ বড় কঠিন সময় ;
নিজমুখে যদি বলতে না পারি
তাহলে কি ক'রে হয় ?
বলতে বলতে ভাবতে ভাবতে ,
স্বপ্ন দেখতে দেখতে ..
বধুবেশে তুমি চলে গেলে
তোমার বরের বাড়িতে ..
আমি ব্যথাহত প্রেমেতে পীড়িত ...
বড়ই পেলাম আঘাত !
নিঠুর বিধাতা এ কি তব খেলা ?
মনেতে আনলে বিষাদ !
-----------------------------------------
( চলবে )
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।