ক্ষণ প্রতীক্ষায় তোমার
- তানজির উদ্দিন
তোমার কোলে মাথা রেখে এখন পড়ন্ত বিকেলে
নির্ঘুম মেঘেরা দূরে উড়ে চলে কল্পনায় হয়তো
বেদনার কাশফুলগুলো আজ এই অগ্রাহায়নের দিনে
সাদাটে আকাশের নিলীমার নিলান্ত বেদনায়
অপেক্ষা ছিল তোমার কাছাকাছি থাকি থাকি
চোখের তৃষা ভুলে যাবো অনাদিকালের ,
আর তাই
ক্ষুধাতুর অন্তরে তোমায় রেখেছি একান্তে
মনের নিগুঢ় কোণে ভাসছে কল্পনার বিমূর্ত মেঘরাজি
জীবনের বেহাগ বেদন আজ শুভ্রতায় ঢেকে
নিবিড় শান্তির ঘুম রচনা করে আছে এই ক্ষণে
হয়তো তোমার সংসারে এসেছি বলে ।
জীবন এতটা প্রদীপের ঘোর অন্ধকার নিয়ে এসে
কালে কালে ফিরে গিয়েছে আমার বদ্ধ দুয়ার থেকে
ক্লান্ত রজনী আজ তাই দিনের অন্বেষে ছুটে
তোমার পৌরুষ্যকে জানায় অন্তিমের আবেগে
মধুর আলিঙ্গণের ক্ষণ রচনা করবে বলে হয়তো
আজ নির্ঘুম ক্ষণে অস্ফুট শান্তি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।