তুমি চলে যাবার পর থেকে
- আরিফুল হক দ্বীপ
তুমি চলে যাবার পর থেকে খুব একটা ভালো নেই আমি
জানি তুমিও ভালো নেই,আমার মতো এমন ঘোর
অন্ধকারে তোমারও কেটে যাচ্ছে ছন্নছাড়া জীবন,
তুমি চলে যাবার পর থেকে স্মৃতিগুলো ভুলে থাকার
চেষ্টা করে গেছি বহুবার,বহুবার সিডেটিভ তুলে নিয়ে
মুখে
কাটিয়েছি বিষাদগ্রস্ত রাত।
জানো,তুমি চলে যাবার পর থেকে বড্ড বেশি অমানুষ
হয়ে গেছি আমি,বড্ড বেশি অলস,সব শৃঙ্খলা নির্বাসিত
দূর দিগন্তে-
রুটিন করে হয় না খাওয়া নাওয়া কিংবা সেই
কাকডাকা
ভোরে কখনো কারো মিষ্টি কথা শুনতে শুনতে
ভাঙ্গে না আর এখন ঘুম,
জানো,খুব বদলে গেছি আমি,তুমি চলে যাবার পর থেকে,
হয়তো
তুমিও নিজেকে বদলে নিয়েছো অনেকটা।
তারপরও অনেকটা সময়
তোমাকে ছাড়া কিযে রক্তক্ষরণ ঘটে এই হৃদয়ে আমার,
হয়তোবা তোমারও...
১৭/৮/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।