বিষণ্ন তোমার বোধবাক্যেরা
- তানজির উদ্দিন

এখন খুব পাশাপাশি থেকেও মনে হয় তুমি নেই
তোমার উম্মীলিত আঁখি আর কঠোর বয়ানে
আটকা পড়ে আমার নিঃস্বাস,
তবুও এ বন্দিদশা থেকে বেরুতে ইচ্ছে হয় না
অবোধ রমনী আমি গতিহারা শেওলার মতো লেগে থেকে
তোমার দীর্ঘায়িত মুখের যে রেখাগুলো এখনো
শাসন করে যাচ্ছে প্রতিনিয়ত আমাকে
এখন কি মনে হয় জানো ?
স্বর্গীয় ভালোবাসায় চুনকালি দেই
খুঁজে আনি লম্বা আলখেল্লা শেষে পথে
তোমার সংসার ছেড়ে বেরিয়ে আসি
নিশ্চিন্তে খুঁজে ফিরি অবোধ বন্য খেলায়
যেখানে অন্নহীন রুদ্ধশ্বাস , তাও ভালো হয়তো
অন্নের কপাল আজ বোধহয় পুড়েছে
আর
গলাধঃকরণ করে চলছি তুমি ও আমি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।