এসো আজ ভালোবেসে
- তানজির উদ্দিন
এসো আজি প্রাণ খুলে নেচে গেয়ে যাই
মায়ার আঁচল জুড়ে দিয়ে তোমায় বলে যাই
বলে যাই তোমায় মধুর ভালোবেসে হেসে হেসে
তুমি মোর প্রিয়া অনিন্দ্য জীবনের রপ্ত পথের দেশে
রাখিব মধুর ভালোবাসায় আজো রাখিয়া হাতে হাত
তোমার হাতে ।
এসো প্রাণ নাচিয়ে দেখবে খেলা মনের সুখে
এসো মন খুলে ভালোবেসে যাই তোমায় পাবার সুখে
দেখে যাই আনন্দ উল্লাসে
চিরদিনের সুখে ভালোবেসে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।