চিল
- আরিফুল হক দ্বীপ
মন চায় চিল হই,
উড়ে উড়ে
এই শরতের আকাশে
ঝিলমিলে রোদ্দুরে
গান গাই।
ক্লান্ত হলে-
বসি ওই দূর বনে কোন
জারুলের ডালে।
মন চায় চিল হই
মরে গেলেও দুঃখ নেই,
তবু স্বাধীনতা চাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।