প্রতারক
- আরিফুল হক দ্বীপ
ঘরে বধূ রেখে মানুষটা ছুটে যায় যবে
নিষিদ্ধ আঁধারে,
নিশুতিরা সারারাত্রি কেঁদে মরে
দুঃখ পেয়ে।
মাঝরাতে বধূ জাগে ঘেউ ঘেউ
শব্দ শুনে কুকুরের।
ভয় পেয়ে জড়াতে যাবে
পাশের মানুষটিকে,
নেই তার প্রিয়জন,কোথায় গেলো?
এখনো আসেনি ফিরে?
বলে গিয়েছিলো কাজ আছে ব্যবসার,
কোন বিপদ হলোনাতো আবার?
কাঁপে বুক তার,কাঁপে বুক তার,
এভাবেই সরল বধূদের কাটে ভয়ার্ত রাত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।