সেই হাঁকে কাঁদে অবিনাশী
- তানজির উদ্দিন

কোলাহলের পর রুদ্ধকণ্ঠের চিত্‍কার উঠিয়াছে দূরে
মন্থরি হয়েছে নিখাদ হাহাকারে পথের ভিখারীর পরে
ক্লান্ত হয়েছে অবিনাশী গান মোর
বাজিয়াছে নিরাশ গানের এক ভোর
জলকল্লোলে কুল ছাপিয়া উঠিছে খেলা
নবীন জীবনের মত্ত দাদুরীর এ খেলা
ওরে এ খেলায় নামিয়াছে বরষ ক্ষণ
নিরব যামিনীর কানে কানে উঠি রণ
ওরে রণ মূর্তি হাঁকিয়া কোন সে গান
আজ পশ্চাতের কোলাহল লইয়াছে টানি
বিবর্ণ তল্লাটে কী সে চিত্তের রোল শুনি
সর্বকোলাহলে এক সে বাণী লয় ডাকি হে
বলিবার রপ্ত কাহন মিটিয়াছে বহুদূরে
ওহে ,
রণক্ষান্তে এ নহে যামিনী
বিবর্ণ লয়ে এ নহে কামিনী
এ নহে অস্ফুট রক্তাঙ্গন পথ
এ নহে বিরাবার অচল রথ
নামিয়া কোন লহরের ক্ষণে
আজ কাঁপিয়া নায়ের পরে
রিন্ রিন্ করি বাজি বারে
শূন্য হয়ে হেলায় কোলাহলের পর
অবিনাশী গান মোর
জনবিরল এ তটে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।