কল্পনা...(2)
- সৌম্যকান্তি চক্রবর্তী
কল্পনা ..
এটা নিছকই গল্প না ,
গল্পের থেকে বড় কিছু !
মনের আড়ালে তোমার স্বপ্ন ..
নিয়েছিল মোর পিছু ...
তোমার বিদায় হয়েছে তখন ,
স্মৃতি তো বিদায় নেয়নি ..
তুমি না থেকে ও তোমার চিন্তা ,
আমাকে শান্তি দেয়নি ..
তোমার কথাই শুধু ভাবতাম ..
হৃদয় থেকে শুধু চাইতাম ,
সুখী হও তুমি চিরকালই ;
আমি নাই থাকি জীবনে তোমার ,
তুমি সুখে থাকো , চাই খালি !
সে সুখ কপালে ছিল না তোমার ,
ঘুরল বছর এক ,
তোমার স্বামীটা উন্মাদ ছিল ,
অসুখ ছিল অনেক …
কারনে হোক বা অকারনে ...
তোমায় করত অত্যাচার !
তার মনে ছিল বহু সন্দেহ ..
কি যে মনে ছিল তার ?
এইসব হয়ে একদিন হল ,
চূড়ান্ত সিদ্ধান্ত ...
বিচ্ছেদ হল বিবাহের
যা বড়ই বিয়োগান্ত ;
তারপর সেই তোমাকে দেখে ,
মনে প্রেম জাগেনি তো ..
পূর্বের সেই স্মৃতিময়তা ,
আর দোলা দেয়নি তো ?
সেই দিন এক পূজামণ্ডপে ,
আবার দেখা তোমার সাথে ...
তুমি ছিলে সেই নববধুরূপে ,
আমি ছিলাম ও পত্নীর সাথে ,
তুমি তখন অন্তঃস্বত্ত্বা ...
হাসি তোমার মুখে !
আমি হাসলাম , বিদায় দিলাম ...
থাকো চিরকাল সুখে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।