বিরল বৈকালের বিবর্ণতায়
- তানজির উদ্দিন
রক্তস্নাত এক বিবর্ণ প্রগৈতিহাসিক বিকেল বেলায়
জনবিরল তল্লাটে
মৃদ্যু হাসির অনুরনন চলে খেলায় খেলায় আর এ বেলায়
বিবর্ণ মনের পটে
আঁকি বুকি করে চলে কী দুঃসহ যাতনা
মৃত্যুরূপ বদ্ধকূপে সিংহের মতন বুভুক্ষা
কেড়ে নেয় জলদস্যু হিজলের মত শ্যামলে
জড়ায় উদ্ধাস্তুর মতো ঝিন্ ঝিন্ মোড়কে
শেওলার আলিঙ্গণে আজ মধুময় এক ক্ষণ
মৃত্যু লাশ আর গলিত দেহের সুবাসে নর্দমায়
কারা যেন বসে থাকে স্কেটাল নিয়ে এখন
হয়ত বিবর্ণ বিকেলে আবার কোন শ্লোগানে ভাসবে
সোহরাওয়ার্দী হতে শ্যাম বর্ণা ঘরে ঘরে প্রস্তরে বুকে
নরখাদকের এক রপ্ত কাহন এখন আমার দুর্গেয় জিহ্বায় হাতে বুকে সিংহাসনে
বাগানের পার্কের উছলানো দূর্বার শ্যামলে সব ফুরিয়েছে আজ বিকেলে এ অগ্রহায়নে
প্রাগৈতিহাসিক এক বিকেলের বিবর্ধিত গ্রহন খেলায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।