তুমি তাকে বলতে পারতে
- আরিফুল হক দ্বীপ

তুমি তাকে ধর্ষক,কুলাঙ্গার বলতে পারতে
বলতে পারতে পশু,নরাধম,চিটার
এরকম অজস্র বিদ্রুপাত্নক বিশেষণে
করতে পারতে আঘাত।
সরলতার সুযোগ নিয়ে যে তোমায়
করে গেছে ভোগ-
করেছে মিথ্যে অভিনয় ভালোবাসার।
এমনকি স্বার্থপরও বলতে পারলে না,
শুধু বললে,ভালো থেকো,সুখে থেকো-
ভালোবেসে গেলে
নীরবে চোখের জল ফেলে,
..........................তবু ঘৃণাটুকু করলে না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।