আগত গত বৈকালে বিবর্ণ
- তানজির উদ্দিন
খেলেনি শিশু দোরে মম
নিয়াছে অস্থির আলিঙ্গনের পরে বিবর্ণতায়
চেয়েছে কারে ডাকিয়া মম
মম ঘর দ্বারে দাড়িয়ে ওরে শিশু ডাকে কারে
রণক্ষান্তে ফিরিয়াছে কোলাহল শেষে
চিত্তের নাচন থামিয়াছে কাহার বেশে
বেসুরো বিকেলের বেভোল বর্ণে বর্ণে
বর্ণিলে বর্ণবিরলে বিক্ষিপ্ত বিরস বরে
সাজিয়া এ এক শিশু আগত গত দিনে
ওরে এ কোন শিশু কোন দিনে এসে
ফিরে গিয়েছিলে কবেকায় কোন বেশে
দেখিয়াছি চেয়ে অষ্টপ্রহরের সঙিনে সে
চেয়েছে বাঁধনহারা কোন এক রাত্রি তরে
বোধহীন অচল গাঁথা তারে খুঁজি শেষে
বলিলে কানে কানে এসে কাছে বসি ধীরে
'বর্ণের খেলায় কে হারিয়ে যায় কবে
সে খেলায় বিকেল নাহি রে তবে ,
খেলায় কাহন বিলায়
আমি ওখেলিনি তায়
বিবর্ণ বিকেলের বৈকল্য প্রস্তরের বর্ণায়
যায় যায় বর্ণ হারায় হারায় ।'
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।